Business Bangladesh | বিজনেস বাংলাদেশ । Bizness Bangladesh
আজ বুধবার | ১১ ডিসেম্বর, ২০১৯ ইং
| ২৬ অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৩ রবিউস-সানি, ১৪৪১ হিজরী | সময় : রাত ১১:৫৯

মেনু

বরুণের আংটি বদল

নাতাশা দালালের সঙ্গে বরুণ ধাওয়ান। ছবি : সংগৃহীত

বরুণের আংটি বদল

বিনোদন ডেস্ক
শুক্রবার, ০৯ অগাস্ট ২০১৯
৪:৩২ পিএম
66 বার

ঢাকা: আংটি বদল বলিউড তারকা বরুণ ধাওয়ানের। শৈশবের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। এমনটিই জানাচ্ছে ভারতীয় একটি গণমাধ্যম। এর আগে জানা গিয়েছিল, ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসবেন এ অভিনেতা। যদিও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত বরুণ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। মুখ খোলেননি পেশায় ফ্যাশন ডিজাইনার নাতাশাও।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২০১৮ সালেই বান্ধবী নাতাশা দালালের অনামিকায় আংটি পরিয়েছেন বরুণ। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন ছাড়া সে অনুষ্ঠানে অবশ্য অন্য কেউ নিমন্ত্রণ পাননি। তাই হয়তো সংবাদটি ছড়িয়ে যেতে এই বিলম্ব।

তবে ক্যামেরার ফ্ল্যাশ এড়িয়ে সে যাত্রায় আংটি বদল সেরে ফেলা গেলেও আয়োজনের খবর পুরোপুরি গোপন করা যায়নি। এর আগে এক সাক্ষাৎকারে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ তারকা বরুণ বলেছিলেন, ‘আমার প্রথম ভালোবাসা হলো সিনেমা এবং তা আমার জীবনের সবাই জানে। এরপর নাতাশা, আমার পরিবার ও আমার বন্ধু।’

বলিউড তারকা বরুণ আরো জানান, নাতাশা কীভাবে তাঁর জীবনে প্রভাব বিস্তার করেছে।

বরুণ বলেন, ‘প্রকৃতপক্ষে আমি বদলাপুর বা অক্টোবরের মতো ছবি করতে পেরেছি নাতাশার জন্য। এটা নাতাশা ও আমাদের কিছু বন্ধুর কারণে হয়েছে। এ জন্যই কিছুটা ভিন্ন মেজাজের ছবি করতে পেরেছি। তাঁরা এ ধরনের ছবি পছন্দ করেন।’

‘আমাদের সম্পর্কের বিশেষত্ব কী? আমি এমন একজনকে পেয়েছি, সে শুধু আমার সঙ্গে আছে এমন নয়। আমি একজন অভিনেতা। জীবনে এমন একজন মানুষকে পাওয়া অসাধারণ ব্যাপার। মোদ্দাকথা হলো, আমরা একে-অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ। দীর্ঘদিন ধরেই আমরা দুজনকে চিনি, তাই আমাদের বন্ধনও গভীর। এটা পরিবারের মতো,’ যোগ করেন বরুণ।

বরুণ বর্তমানে ‘কুলি নাম্বার ওয়ান’-এর সিক্যুয়েলের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে রয়েছেন সারা আলি খান। সূত্র : জি নিউজ

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

 

কাঁদলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
০৪ অক্টোবর ২০১৭ 643311 বার

উষ্ণতা ছড়াচ্ছেন শাহরুখ কন্যা
০৫ অক্টোবর ২০১৭ 401143 বার