ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মধ্যরাত থেকে তীব্র যানজট শুরু হয়েছে। রাতের যানজটের কারণে সে প্রভাব পড়েছে দিনের শুরুতেও। টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় গাড়ি চলছে ধীরে ধীরে।
পুলিশ জানায়, ৮ আগস্ট রাতে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ এবং ঢাকাগামী পশুর ট্রাকসহ বিভিন্ন যানবাহন বেড়ে যাওয়ায় এ চাপ তৈরি হয়। মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যানজট আরও তীব্র আকার ধারন করেছে। তবে যানজট নিরসনে জেলা পুলিশের ৭ শতাধিক সদস্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ-/এমএ