জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে ১৩তম সাউথ এশিয়ান গেমস তথা এস এ গেমস।
আজ সোমবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বেশ কিছু ডিসিপ্লিনের খেলা রয়েছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
ডিসিপ্লিন
মুখোমুখি/ইভেন্ট
ভেন্যু ও সময়
ফুটবল
বাংলাদেশ-ভুটান
দশরথ স্টেডিয়াম, দুপুর ১.১৫টা
ভলিবল
বাংলাদেশ-শ্রীলঙ্কা (ব্রোঞ্জ ম্যাচ)
কাভার্ড হল, ত্রিপুরেশ্বর, দুপুর ২.১৫টা
খোখো
পুরুষ : বাংলাদেশ-শ্রীলঙ্কা
পুরুষ : বাংলাদেশ-ভারাত
নারী : বাংলাদেশ-শ্রীলঙ্কা
নারী : বাংলাদেশ-ভারত
কীর্তিপুর, নয়াবাজার
সকাল ৯.১৫টা, ১১.১৫টা ও বিকেল ৫টা।
কারাতে
নারী ও পুরুষ ব্যক্তিগত কাতা।
পুরুষ ও নারী দলগত কাতা।
পুরুষ কুমি : ৫৫, ৮৪ ও ৮৪+ কেজি।
নারী কুমি : ৪৫ ও ৫০ কেজি।
কারাতে হল সাতদোবাতো
টেনিস
নারী ও পুরুষ কোয়ার্টার ফাইনাল
সাতদোবাতো
বিজনেস বাংলাদেশ/এম মিজান